চীনের উহান থেকে গত বছরের ডিসেম্বরে কভিড-১৯ করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে এ ভাইরাস সংক্রমিত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে ৩৭ হাজারের বেশি মানুষ। স্পেন, ইতালি ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এখন করোনায় বিপর্যস্ত।
গবেষকদের বিশ্বাস, করোনার এমন আগ্রাসী প্রভাবের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের নেতৃবর্গ। এ কাজে তারা বিশ্ব জনমতকে প্রভাবিত করতে পশ্চিমা গণমাধ্যমকেও কাজে লাগাচ্ছে।
ব্রাসেলস ভিত্তিক থিং ট্যাঙ্ক সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের গবেষণা বিভাগের পরিচালক সিয়েগফ্রিড ও ওলফ বলেছেন, চীন অধ্যাবসায়ের সাথে এবং পদ্ধতিগতভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর সদস্য রাষ্ট্রগুলোর জনমত, বিশেষজ্ঞ, থিং ট্যাঙ্ক, রাজনৈতিক সিদ্ধান্ত প্রণেতাদের প্রভাবিত করার কার্যক্রম পরিচালনা করছে, এটা স্পষ্ট।
সূত্র: নিউ ইয়র্ক টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/ফারজানা