করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, করোনার এই সংকটে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর নাটোর থেকেই চিকিৎসা নিচ্ছিলেন সুমন আলী। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস।
বিডি প্রতিদিন/এমআই