১৪ আগস্ট, ২০২০ ১৫:২৮

করোনাভাইরাসে আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান

ফাইল ছবি

রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তবে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এনডিটিভির। 

করোনার পজিটিভ হওয়ায় তিনি আইসোলেশনে থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ভূমিপূজো অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মঞ্চে উপস্থিত ছিলেন নৃত্যু গোপাল দাস। 

মঞ্চে থাকা অন্যরা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং বিজেপির আদর্শিক পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

উল্লেখ্য, রাম মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানের কিছুদিন আগেই দায়িত্বে থাকা এক পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ পুলিশকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর 

সর্বশেষ খবর