বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন।
চলতি মাসের মধ্যে চব্বিশ ঘণ্টায় এটাই সবচেয়ে কম সংখ্যক মৃত্যুর ঘটনা।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।
বিডি প্রতিদিন/আরাফাত