২২ সেপ্টেম্বর, ২০২০ ২২:০৫

ডব্লিওএইচওর ভ্যাকসিন পরিকল্পনায় যোগ দেয়নি চীন-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ডব্লিওএইচওর ভ্যাকসিন পরিকল্পনায় যোগ দেয়নি চীন-যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন দরিদ্র দেশগুলোর কাছে সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) কর্মসূচিতে যোগ দেয়নি বিশ্ব অর্থনীতির প্রধান দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন। তবে ইতোমধ্যে এতে যোগ দিয়েছে বিশ্বের ৬৪টি সম্পদশালী দেশ। 

গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্সের (সিইপিআই) সঙ্গে যৌথ উদ্যোগে করোনার ভবিষ্যত ভ্যাকসিনের ন্যয়সংগত বণ্টনের লক্ষ্যে একটি কৌশল প্রণয়ন করেছে ডব্লিওএইচও। 

কোভ্যাক্স নামের এই কৌশল প্রণীত হলেও এটি তহবিল সংকটে ভুগছিল। এ অবস্থায় গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয় আসতে উৎসাহিত করে ডব্লিওএইচও। এ আহ্বানে সারা দিয়ে এ পর্যন্ত ৬৪টি ধনী দেশ এতে যোগ দিয়েছে। আরও ৩৮টি দেশ যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করেছে। 

সোমবার গাভি, সিইপিআই ও ডব্লিওএইচওর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সূত্র: এপি ও আল-জাজিরা
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 


 

সর্বশেষ খবর