নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেনবাগে কাবিলপুর ইউনিয়নে আজিজপুর গ্রামে জাকির হোসেন (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে চাকুরি করতেন।
মঙ্গলবার সকাল ৭টায় তাকে সেনবাগের আজিজপুর গ্রামে সুরুজ মেস্তুরী বাড়ীর পারিবারিক গোরস্তানে দাফন করা হয় বলে জানিয়েছে নিহতের বড় ছেলে জাহিদ হোসেন ও করোনা মৃত ব্যক্তিদের দাফনকারী প্রতিষ্ঠান তাকওয়া ফাউন্ডেশন এর সদস্য সচিব মো: ইউনুস।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৮৭ জন ও আক্রান্ত ৫০৫৩ জন।
মঙ্গলবার সকাল ১১টায় দিকে দাফন বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ