পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসমুক্ত হয়েছেন। বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।
তিনি বলেন, পরপর দুটি রিপোর্টে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আজ পেয়েছে। তিনি এখনও হাসপাতালে। মন্ত্রী কবে বাসায় ফিরবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। এখনও সিএমএইচে চিকিৎসাধীন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার