২২ অক্টোবর, ২০২০ ১৪:৩৪

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান। তিনি হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৪০ বছর বয়স্ক স্পান সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে করোনা টেস্টের জন্য নমুনা দেন। পরীক্ষায় দেখা যায় তিনি করোনা পজিটিভ। টুইটারে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, আমি বাসায় আইসোলেশনে আছি।  আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই দূরত্ব মেনে চলুন।

স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র হান্নো কাউটজ জানান, মন্ত্রী বুধবার সকালেও সচিবালয়ে বৈঠকে ছিলেন। সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই উপস্থিত ছিলেন। কিন্তু বিকালে তার সর্দি দেখা দেয়। পরে পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর