গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৮০ জনের। এছাড়াও একই সময়ে আরও শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জনে।
শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন