ফ্রান্সের হাসপাতালগুলো সোমবার ১৩০৭টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা নিবন্ধন করেছে। ২ এপ্রিলের পর এ সংখ্যা সর্বোচ্চ। গত ২ এপ্রিল করোনায় নতুন করে সংক্রমিত হয়েছিল ১৬০৭ জন।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে মোট করোনা রোগী ১৭ হাজার ৭৮৪ জন। গত ১৪ এপ্রিল এ সংখ্যা ছিল ৩২ হাজার ২৯২ জন।
দেশটিতে সোমবার করোনায় আরও ২৫৭ জন। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে মোট ৩৫ হাজার ১৮ জন।
সূত্র: ফ্রান্স ২৪
বিডি প্রতিদিন/ফারজানা