ভাইরাস পৃথিবীতে থাবা বসিয়েছে প্রায় এক বছর হয়ে গেছে। প্রতিদিন বহু মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন বহু মানুষ। কিন্তু তবুও লড়াই থামিয়ে দিলে চলবে কেন ! মানুষ যে হারতে জানে না। তার প্রমাণ রয়েছে ইতিহাসের পাতাতেও। এবারও চমকে দেয়ার মতো কাজ করলেন আমেরিকার এই ব্যক্তি।
করোনায় আক্রান্ত হয়ে তিনি ভর্তি আছেন হাসপাতালের আইসিইউতে। তার শারা শরীরে লাগানো নল। নাকে অক্সিজেন মাস্ক। জীবনযুদ্ধে জয় করতে পারবেন কিনা জানা নেই ! তবুও এতটুকু ঘাটতি নেই প্রাণ শক্তির। দিন রাত তার সেবায় রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা। জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন তাঁকে বাঁচানোর।
সেই হাসপাতাল কর্মীদের কাজকে শ্রদ্ধা জানাতেই হাতে ভায়োলিন তুলে নিলেন গ্রোভার উইলসেন। তিনি ভায়োলিন বাজিয়ে সকলকে শ্রদ্ধা জানালেন। এই ভিডিও শেয়ার হয়েছে টুইটারে। যা দেখে সকলের চোখে পানি এসেছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মানুষ। কোভিড রোগীদের এই রকম প্রাণ শক্তিতে ভরা কাজ আমরা আগেও দেখেছি। তবে মৃত্যু মুখে দাঁড়িয়ে গ্রোভারের এই ভায়োলিন বিশ্ববাসীর মন জয় করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার