নারায়ণগঞ্জে সবশেষ জানানো ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ২৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৫০ জন।
রবিবার (৬ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। নতুন করে সিটি করপোরেশন এলাকায় ২২ জন, সদরে ৩, বন্দরে ৪, সোনারগাঁয়ে ১ ও রূপগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত মোট ৫৮ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮৮ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন মোট ৭ হাজার ৪১৬ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৭৩৭ জন, সদর উপজেলার ১ হাজার ৬৪৭, রূপগঞ্জের ১ হাজার ৩৭৬, আড়াইহাজারে ৬৪৩, বন্দরে ৩৪৬ ও সোনারগাঁয়ে ৬৬৭ জন রয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ