পঞ্চগড়ে সিভিল সার্জন কার্যালয়ের পাশেই করোনাভাইরাস শনাক্তের জন্য এ্যান্টিজেন টেস্ট করার একটি কার্যালয় স্থাপন করা হয়েছে। এই কার্যালয়ে গত ৫ ডিসেম্বর থেকে করোনা নির্ণয়ের কার্যক্রম শুরু হয়। কিন্তু কার্যালয়ে চিকিৎসক থাকলেও অধিকাংশ সময়ই খালি থাকে।
এ্যান্টিজেন টেষ্ট করার জন্য খুব বেশি মানুষ আসছে না এই কার্যালয়ে। চিকিৎসকরা বলছেন শীত প্রধান এই জেলায় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে।
জানা গেছে, এখনো অধিকাংশ মানুষ এ্যান্টিজেন টেস্ট সম্পর্কে বিস্তারিত জানে না। এমনকি টেস্টটি কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে তাও তারা জানে না। অনেকে বিষয়টি জানলেও ভয়ে টেস্ট করাতে আসছেন না। জেলা প্রশাসন থেকে এখনো প্রচার কার্যক্রমও হাতে নেয়া হয়নি। সিভিল সার্জন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৭ জন এ্যন্টিজেন টেস্ট করেছেন এই জেলায়। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ১০ জনের। এ পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আফরোজা বেগম রিনা জানান, দিন দিন করোনা সংক্রমণ বাড়লেও এ্যান্টিজেন্ট টেস্ট করার জন্য খুব বেশি মানুষ আসছেন না। অনেকে ভয়ে আসে না। আবার অনেকে এখনো জানে না। আমাদের প্রচার কার্যক্রম বাড়াতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ