২১ জানুয়ারি, ২০২১ ১৩:১৬

ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পরই মুখ বিকৃত হয়ে গেল ১৩ জনের!

অনলাইন ডেস্ক

ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পরই মুখ বিকৃত হয়ে গেল ১৩ জনের!

ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পর মানুষের মুখ বিকৃত হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায়। 

করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে ডব্লিউআইওএন। 

ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে এক ব্যক্তি জানান, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই আমার মুখমণ্ডল কেমন বিকৃত হয়ে যায়। অন্তত ২৮ ঘণ্টা ওরকম অবস্থাতেই ছিল। এখনও পুরোপুরি ঠিক না হলেও ইঞ্জেকশনের জায়গা ছাড়া শরীরে কোথাও কোনও ব্যথা নেই।’ এদিকে, এ ঘটনা প্রকাশ পাওয়ায় বিশেষজ্ঞদের কয়েকজন উদ্বেগ প্রকাশ করেছেন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর