ভারতে মোট ৩ লাখ ৭০ হাজার ৬৯৩ জন ভ্যাকসিন নিয়েছেন। মার্চ মাসের মধ্যে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া হবে। দেশটির সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্বাস্থ্যকর্মীদের আগামী ২০ ফেব্রুয়ারি এবং ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের ৬ মার্চের মধ্যে টিকার প্রথম পর্ব শেষ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
করোনার ভ্যাকসিন দান প্রকল্প আরও দ্রুত ও কার্যকরী করতে ভারতের কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দেন। স্বাস্থ্যসচিব রাজেশভূষণ বলেন, '১২টি রাজ্যে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ৮৫ শতাংশ ও অন্য রাজ্যগুলিতে ৫৫ শতাংশ। গোটা দেশে মোট ভ্যাকসিন দানের সেশন হয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৪৮টি। এর মধ্যে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়েছে ৫২ লাখ ৬৬ হাজার ১৭৫ জনকে'।
বিডি প্রতিদিন / অন্তরা কবির