৫ এপ্রিল, ২০২১ ১৪:০১
মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক

'করোনা সংক্রমনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে'

মানিকগঞ্জ প্রতিনিধি

'করোনা সংক্রমনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে'

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রফেসর আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু করা হবে। সময়মতো নতুন ভ্যাকসিন আমাদেরকে দিতে পারবে বলে জানিয়েছে বেক্সিমকো। 

আজ সোমবার সকালে মানিকগঞ্জে সদর হাসপাতাল পরিদর্শন শেষে সার্কিট হাউজে তিনি এ কথা বলেন। এসময় লকডাউন বাড়ানো হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংক্রমনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ খুরশীদ আলম, ডাঃ হাসান ইমাম, ডাঃ ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমীন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আরশ্বাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর