বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু করোনার দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। শনিবার তার এই ফলাফল আসে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি তার প্রথম নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন।
তার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন দোয়া মাহফিল, বিভিন্ন মাধ্যমে সুস্থতা কামনা করেছিল। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী বগুড়াবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই