১৩ এপ্রিল, ২০২১ ১৮:৫২

বাগেরহাটে আরও ২২ জনের করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আরও ২২ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭২ জনে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৬৪ জন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪ জন।

জেলায় সরকারি হিসেবে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষকসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন। এর মধ্যে ফকিরহাট উপজেলায় ১১ জন, বাগেরহাট পৌর এলাকার ৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ৫ জন ও মোংলা উপজেলায় একজন রয়েছেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর