১৪ এপ্রিল, ২০২১ ০৮:৩০

করোনার বিষে নীল আরও সাড়ে ১২ হাজার প্রাণ

অনলাইন ডেস্ক

করোনার বিষে নীল আরও সাড়ে ১২ হাজার প্রাণ

যত দিন যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস ততই বিধ্বংসী হয়ে উঠছে। এর ছোবলে নাজেহাল হয়ে পড়ছে গোটা বিশ্ব। ভাইরাসটির ছোবলে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিশ্বজুড়ে আবারও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৯ লাখ ৭১ হাজার।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও ব্রাজিল। মঙ্গলবার দেশটিতে করোনায় মারা গেছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৮০ হাজারের বেশি।

অন্যদিকে, করোনা সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে ভারত। দিনের তৃতীয় সর্বোচ্চ ৮শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও ৭৬ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। ফ্রান্স ও পেরুতে করোনায় সাড়ে তিনশ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৯ হাজারের ওপর। এ নিয়ে মোট সংক্রমিত ১৩ কোটি ৮০ লাখের বেশি।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর