ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭২ জন। বুধবার ছিল ২,৪৯১ জন, মঙ্গলবার ছিল ২,৪৭২ জন। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৬ জন।
এদিকে বৃহস্পতিবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। বুধবার মৃত্যু ছিল ৩৮, মঙ্গলবার ছিল ২৩। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯১ জন।
দেশটিতে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৩৯৩ জন রোগী।
ব্রিটেনে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৮৫ লাখ ১৩ হাজার ৮৬৪ জন।
বিডি প্রতিদিন/কালাম