করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে।
মৃত নারীদের মধ্যে লাইলুন নাহার বেবী (৬৯) বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
অপরজন শেলী বেগমের (৫০) বাড়ি নওগাঁর মাটিন্দর ইউনিয়নের বামইল গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। রামেক হাসপালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির