শিরোনাম
১৭ এপ্রিল, ২০২১ ১২:০৭

করোনায় দিশেহারা ভারত, কুম্ভমেলা নিয়ে যে আর্জি জানালেন মোদি

অনলাইন ডেস্ক

করোনায় দিশেহারা ভারত, কুম্ভমেলা নিয়ে যে আর্জি জানালেন মোদি

নরেন্দ্র মোদি

ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। রূপ পাল্টে আরও ভয়াবহ হয়ে গিয়েছে মারণ ভাইরাসটি। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সংক্রমণের গতি শ্লথ করতে ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আর্জি জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, “দুটো শাহী স্নান হয়ে গিয়েছে। এবার আমার প্রার্থনা যে করোনা মহামারীর কথা মাথায় রেখে প্রতীকী কুম্ভমেলা পালন করা হোক। এর ফলে এই সংকটের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যাবে।” 

টুইটারে তিনি আরও লেখেন, “আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অবধেশানন্দ গিরি জির সঙ্গে আজ ফোনে কথা বলেছি। সমস্ত সন্তদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। প্রশাসনের সঙ্গে সন্ন্যাসীরা সহযোগিতা করছেন। এর জন্য আমি তাদের ধন্যবাদ জানিয়েছি।”

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর