পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়েছে করোনা পজিটিভ ভারতফেরত চার রোগী। পালিয়ে যাওয়া রোগীদের বাড়ি পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায়। ভারত থেকে আসা ১২ জন করোনা রোগী অবস্থান করছিলেন ওই কোয়ারেন্টাইন সেন্টারে।
রবিবার উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে তারা পালিয়ে যান।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পালিয়ে যাওয়া ওই চারজনের ঠিকানায় খোঁজ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন