১০ মে, ২০২১ ১০:৪৩

কাশ্মীরে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে কন্ট্রোল রুম

অনলাইন ডেস্ক

কাশ্মীরে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে কন্ট্রোল রুম

সংগৃহীত ছবি

জম্মু কাশ্মীরে গত বুধবার (৫ মে) করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহ, বিতরণ, পর্যবেক্ষণ ও পরিচালনার একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 

জম্মুর এক কর্মকর্তা জানান, 'অক্সিজেন সংকট কাটাতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে অক্সিজেন সরবরাহ ও বিতরণ পর্যবেক্ষণ ও পরিচালনা করা যায়। জরুরি অক্সিজেনের জন্য নাগরিকদের ফোন করতে বলা হয়েছে। কট্রোল রুম থেকে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।'
 
উল্লেখ্য, এনজিও এবং স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করায় প্রশাসন এই পদক্ষেপ নেয়।  

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

সর্বশেষ খবর