কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, করিমগঞ্জে ১ জন ও ভৈরবে ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৭৮ জন। একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত ৯ টার দিকে এ তথ্য জানিয়েছেন।
গত ১৩ মে (আংশিক) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। একই সময়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনের রেপিড এন্টিজেন টেস্টে করোনা শনাক্ত হয়নি।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত কোন রোগী সুস্থ হননি। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৩ জন।
বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১১ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৮ জন, হোসেনপুরে ১৭ জন, করিমগঞ্জে ৭ জন, তাড়াইলে ৯ জন, পাকুন্দিয়ায় ২৩ জন, কটিয়াদীতে ১৯ জন, কুলিয়ারচরে ১০ জন, ভৈরবে ২৬ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ১৩ জন, ইটনায় ৪ জন, মিঠামইনে ১ জন ও অষ্টগ্রামে ১০ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১৯৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১২ জন।
গত ২৪ ঘন্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লক্ষ ২৭ হাজার ৪৮১ জন। আজ সরকারি ছুটি থাকায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৯৩৬ জন।
উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার