শিরোনাম
১৫ মে, ২০২১ ২২:২৪

'করোনাভাইরাসেরও মানুষের মতো বাঁচার অধিকার আছে', বললেন ভারতীয় নেতা

অনলাইন ডেস্ক

'করোনাভাইরাসেরও মানুষের মতো বাঁচার অধিকার আছে', বললেন ভারতীয় নেতা

করোনার প্রকোপ যত বাড়ছে, ভারতের বিজেপি নেতাদের বেফাঁস কথাবার্তার পরিমাণও যেন ততটাই বাড়ছে। দুইদিন আগেই দেশটির মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুর বলছিলেন, মাস্ক পরার তেমন প্রয়োজন নেই। চারদিন ধরে ‘যজ্ঞ চিকিৎসা’ করলেই মুক্তি মিলবে করোনার প্রকোপ থেকে। 

এবার এর চেয়েও অদ্ভুত মন্তব্য করলেন ভারতের উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। করোনাভাইরাসের প্রতি একপ্রকার ‘সহমর্মিতা’ দেখালেন তিনি। তিনি বলেন, “করোনাওতো মানুষের মতো জীব। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।” রাওয়াতের এমন ‘দার্শনিক’ মন্তব্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। নেটদুনিয়ায় চলছে হাসাহাসিও।

ঠিক কী বলেছিলেন রাওয়াত? এক সাক্ষাৎকারে উত্তরাখণ্ডের এই সাবেক মুখ্যমন্ত্রী বলেন, “দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায়, তাহলে বলতে হবে করোনাভাইরাসও আমাদের মতোই জীবন্ত। তাদেরও আমাদের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে। তবে আমরা মানুষরা তো নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি। সেই কারণে এদের নির্মূল করতে চাইছি। তাই করোনাভাইরাসও নিজেকে ক্রমাগত পরিবর্তন করে চলেছে।” 

যদিও করোনার বাঁচার অধিকার নিয়ে সরব হলেও পরে নিজেকে সামলে নেন রাওয়াত। তিনি জানিয়েছেন, মানুষকে বাঁচার জন্য অবশ্য করোনাকে নির্মূল করতেই হবে। 

মানব সভ্যতার উপর যখন কঠিন সংকট তখন করোনার প্রতি বিজেপি নেতার এই ‘দার্শনিক’ দৃষ্টিভঙ্গি প্রত্যাশিতভাবেই নেটিজেনদের পছন্দ হয়নি। রাওয়াতকে নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। কেউ বলছেন, “রাওয়াতের মতো নেতাদের দেখলে বোঝা যায়, কেন অল্পবিদ্যাকে ভয়ংকর বলা হয়।” কেউ আবার রসিকতা করে বলছেন, “তাহলে কি এবার করোনাকে সেন্ট্রাল ভিস্তায় রাখা হবে?”


বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ

সর্বশেষ খবর