করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন দুই হাজার ৭১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে শুক্রবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৯ লাখ ১০ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন