নিজ দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় এনেছে যুক্তলাষ্ট্র। এখন অব্যবহৃত আড়াই কোটি ডোজ টিকা বিশ্বব্যাপী সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। এই মাসের মধ্যেই এই টিকা সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (৩ জুন) এক বিবৃতিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যত দিন মহামারি থাকবে, তত দিন বিশ্বব্যাপী মানুষের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জানিয়েছে, আড়াই কোটি ডোজের মধ্যে প্রায় ৭৫ শতাংশই যাবে জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্সে। বাকি টিকা জরুরি ভিত্তিতে সরাসরি মিত্র রাষ্ট্রগুলোকে দেওয়া হবে। টিকা পাবে অবরুদ্ধ গাজা, পশ্চিম তীরসহ যুদ্ধকবলিত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোও।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ