২০ জুন, ২০২১ ১৬:৩৪

দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করছে মানুষ। তবে চলাচল সীমিত করতে শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে দেয়া হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে বসেছে পুলিশের চৌকি। এরপরেও করোনায় আক্রান্তের পাশাপাশি বেড়েছে হাসপাতালের ভর্তি রোগী। 

লকডাউনের মাঝে দিনাজপুরে গত ২৪ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যু দাড়ালো ১৫১জনে। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯২টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৮৯ শতাংশ। 

এর মধ্যে একই সময়ে দিনাজপুর সদরে ৭৩জনের নমুনা পরীক্ষায় ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত। যা শতকরা ৪৩.৮৪ শতাংশ।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ৯৭৪জন। তবে গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ২৬জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৯৩৫ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৫৫ সহ করোনায় ভর্তি ৯৪ জন রয়েছে। 

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআরটি ল্যাবের নমুনা পরীক্ষায় ১৯২টি রিপোর্টের মধ্যে ৬৭টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটিভ নিয়ে এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দিনাজপুর সদরের খাদেমুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, রবিবার করোনা আক্রান্ত ৬৭ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৯৪৩জন, ২৬ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৫৮১৮ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৫১ জন। বর্তমানে ৯৩৫ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ৯৪জন রয়েছে। বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৯৭৪ জন এবং শনাক্তের হার ৩৪.৮৯ শতাংশ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর