২২ জুন, ২০২১ ১৪:৩৮

নাটোরে আরও ৭০ জন করোনায় আক্রান্ত

নাটোর প্রতিনিধি

নাটোরে আরও ৭০ জন করোনায় আক্রান্ত

করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় দ্বিতীয় দফায় ৭ দিনের লকডাউনের শেষ দিন আজ। কিন্তু চলমান লকডাউনের মধ্যে কমেনি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নাটোরে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩২.৫৫। জেলায় মোট আক্রান্ত ২৮৭৮ জন। হোম আইসোলেশনে ১২৩২ জন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন ঘোষিত দুই দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ শেষ দিন। প্রতিদিনর মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ণ এলাকায় কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর