২৫ জুন, ২০২১ ১৯:২০

শের-ই বাংলা মেডিকেলে বাড়ছে করোনা রোগী, দুশ্চিন্তায় ভারতীয় ভেরিয়েন্ট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই বাংলা মেডিকেলে বাড়ছে করোনা রোগী, দুশ্চিন্তায় ভারতীয় ভেরিয়েন্ট

প্রতীকী ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা সংক্রমণ ৩০ ভাগের নিচে নেমেছে। গত ২৪ জুলাইয়ের রিপোর্টে এ বছরের সর্বোচ্চ ৪৪.৪৪ ভাগ করোনা শনাক্ত হলেও সবশেষ রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে ২৯.১০ ভাগ। 

এদিকে, মেডিকেলের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি বাড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী শুক্রবার ভর্তি ছিল ৯১ জন রোগী। 

মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ জুনের রিপোর্টে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বোচ্চ ৪৪.৪৪ ভাগ করোনা শনাক্ত হয়। সবশেষ শুক্রবারের রিপোর্টে শনাক্ত হয় ২৯.১০ ভাগ। এর আগে ২৩ জুন ৩৩.৩৩ এবং ২২ জুন ৩৪.৫৭ ভাগ করোনা শনাক্ত হয়। 

এদিকে, গত তিন দিন ধরে মেডিকেলের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি বাড়ছে। শুক্রবার নতুন ভর্তি ৩৫ জনসহ মোট রোগী ছিল ৯১ জন। এদিন করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। 

এর আগে ২৪ জুন ভর্তি ছিল ৬৭ জন। ওইদিন করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। ২৩ জুন কোনো রোগী মারা না গেলেও ভর্তি ছিল ৫৭ জন রোগী।

তবে নতুন আগত রোগীদের মধ্যে বাগেরহাটের কয়েকজন রোগী থাকায় বরিশালে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে মেডিকেল কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর