৩০ জুলাই, ২০২১ ১০:০২

পটুয়াখালীতে করোনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে করোনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

পটুয়াখালীতে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক দিনে জেলায় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন এবং আরও ১২৩ রোগী শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১২৩ জনের পজিটিভ এসেছে।

তিনি জানান, কলাপাড়া উপজেলার চম্পাপুরের নাসির উদ্দিন (৭২) ও মম্বিপাড়া গ্রামের রাহিমা বেগম (৪৮) কলাপাড়া উপজেলা হাসপাতালে মারা গেছেন। এছাড়া সদর উপজেলার বড়বিঘাই এলাকার ফজললু হক (৭৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, কলাপাড়ার বালিয়াতলীর সাদিয়া (২০) বরিশাল শেবাচিম হাসপাতালে ও আলাউদ্দিন (৭২) বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ বাড়িতে মারা গেছেন।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। বর্তমানে মোট এক হাজার ৫৩৭ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২৯ জন এবং হোমে রয়েছেন এক হাজার ৪০৮ জন। এ পর্যন্ত ২৭ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর