বাগেরহাটে বৈরি আবহাওয়ার মধ্যেও আজ শনিবার সকালে একযোগে ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পরীক্ষামূলক করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথমদিনে জেলার ৮১টি কেন্দ্রের ২৪৩টি বুথে মোট ৫৭ হাজার মানুষকে গণটিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ইউনিয়নের প্রতিটি বুথে মোট ৬০০ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে স্বাস্থ্য বিভাগ। একইভাবে দুটি পৌরসভায় তিনটি কেন্দ্রে ৬০০ করে মোট ১৮০০ জনকে টিকা দেয়া হয়। স্বাস্থ্যকর্মীরা বলছেন, বাগেরহাট জেলার ৮১টি কেন্দ্রের ২৪৩টি বুথে মোট ৫৭ হাজার মানুষকে গণটিকা দেয়া হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটে প্রথমদিনে প্রতিটি ইউনিয়নে পুরানো ১ নাম্বার (বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ড) ওয়ার্ডের কেন্দ্রে তিনটি বুথে এই টিকা কার্যক্রম চলে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির