স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবদ আমিন জানিয়েছেন, বাংলাদেশ আলফা, বেটা, গামা, ডেলটা ভ্যারিয়েন্টগুলো মোকাবিলা করেছে। এসব ভ্যারিয়েন্ট দীর্ঘদিন থাকে না, এক সময় দুর্বল হয়ে পড়ে। তবে বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যু কমলেও বিষয়টি স্বস্তির না।
আজ রবিবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা। অধ্যাপক রোবদ আরও বলেন, করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামতে হবে। এখনও আমাদের সংক্রমণের হার ১৩ শতাংশের উপরে। যখন ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কোনো মৃত্যু হয়নি। এই অবস্থা দুই থেকে তিন সপ্তাহ টানা রাখতে পারি, তখন আমরা বলতে পারবো করোনা সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে মারা গেছেন আরও ৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।
বিডি-প্রতিদিন/শফিক