জুলাই বিপ্লব ও শহীদদের স্মৃতি অম্লান রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হলপ্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেইট’ শুধু একটি গেট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের স্বাক্ষী হয়ে থাকবে। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা। তারা যেন ভুলে না যায়, অধিকার রক্ষায় মানুষ কিভাবে এই জুলাই বিপ্লবে প্রাণ বিসর্জন দিয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল