ভিয়েতনামে কোয়ারেন্টাইন প্রতিপালন না করা এবং করোনার সংক্রমণ ছড়ানোর দায়ে লি ভ্যান ত্রি নামে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
২৮ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে ‘মারাত্মক সংক্রামক রোগ ছড়ানোর’ অভিযোগ আনে দেশটির কর্তৃপক্ষ। পরে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যা মাউয়ের পিপলস কোর্টে শুনানি হয়। এরপর শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এক প্রদেশ থেকে অন্য প্রদেশে প্রবেশের ক্ষেত্রে ২১ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম রয়েছে ভিয়েতনামে। কিন্তু লি এই নিয়ম মানেননি। তিনি অন্তত ৮ ব্যক্তির সংক্রমণের জন্য দায়ী বলেও উল্লেখ করা হয়েছে।
গত কয়েকমাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিয়েতনামে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। তবে এ ধরনের অপরাধে দেশটিতে এর আগেও দুই জনকে শাস্তি দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর