মাদারবোর্ড মূলত কম্পিউটারের সবগুলো কম্পোনেন্টের মধ্যে সুষম সমন্বয় সাধন করে। তাই মাদারবোর্ডের উপর কম্পিউটারের পারফরম্যান্স বহুলাংশে নির্ভর করে।
কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এল পূর্ণ পরিসরে সপ্তম প্রজন্মের আসুস মাদারবোর্ড।
এই নতুন ২০০ সিরিজের বোর্ডগুলো ইন্টেল এর সর্বাধুনিক সপ্তম প্রজন্মের ক্যাবিলেক প্রসেসর সাপোর্ট করে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ৩৭ হাজার টাকা পর্যন্ত। সঙ্গে থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
এই মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় এবং নির্ধারিত ডিলার হউজে। বিস্তারিত জানতে ফোন করুন: ০১৭১৩২৫৭৯৩৮।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৭/ফারজানা/পাভেল