ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৫ম বারের মতো দেশের এক নম্বর ‘এমপ্লয়ার অফ চয়েস’ নির্বাচিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাধীন জরিপের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ দেশের এক নম্বর এমপ্লয়ার অফ চয়েস হিসেবে নির্বাচিত হয়।
একইসঙ্গে ইউনিলিভার শিক্ষার্থীদের ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে।
ইউনিলিভারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন বৈশিষ্টের ভিত্তিতে ৩৯টিরও বেশি দেশি ও বহুজাতিক কোম্পানিকে শনাক্ত করে। ইউনিলিভার প্রতিটি ক্ষেত্রেই সবার প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত হয়। বিশেষ করে ছাত্রীরা তাদের পছন্দের এমপ্লয়ার হিসেবে বেছে নিয়েছে ইউনিলিভারকে।
ধারাবাহিকভাবে শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কমিউনিটি এবং শিক্ষার্থীদের সাথে পারস্পরিক সম্পর্ক, সম্পৃক্ততা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমই ইউনিলিভারকে এই অর্জন এনে দিয়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ