স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৭ এবং বেসিস সফট এক্সপো-২০১৭ মেলায় কিকশা ডট কম-এর র্যাফেল ড্রতে মোট আট জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ছয় জনকে সাধারণ বিজয়ী ও দুই জন সেরা বিজয়ী হিসেবে বাছাই করা হয়। বিজয়ীদের মাস্টারকার্ডের পক্ষ থেকে পাঁচ হাজার ও ১০ হাজার টাকার একটি করে প্রি-পেইড মাস্টারকার্ড দেয়া হয়েছে।
জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস লিমিটেডের কর্পোরেট অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস-এর সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক ও মাস্টারকার্ড-এর ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক দেবদীপ দত্ত ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দু'টির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা