গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের অঙ্গপ্রতিষ্ঠান জিডি এসিস্ট বাংলাদেশে প্রথম বারের মতো আমেরিকা হতে 'সেকেন্ড মেডিকেল অপিনিয়ন' (এসএমও) এর উদ্বোধন করলো। জিডি এসিস্টকে এই সার্ভিস প্রদানে সহায়তা করবে এসিস্ট আমেরিকা।
'সেকেন্ড মেডিকেল অপিনিয়ন' এর মাধ্যমে একজন রোগী ঘরে বসেই বিশ্বমানের হাসপাতালে কর্মরত একজন বিশেষজ্ঞের কাছ থেকে তার পূর্ববর্তী রিপোর্টের উপর একটি তথ্যসমৃদ্ধ দ্বিতীয় মতামত গ্রহণ করতে পারবেন। এতে করে রোগী তার রিপোর্টের সঠিকতার ব্যাপার নিশ্চিত হতে পারবেন।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং জিডি এসিস্টের ডিরেক্টর ফারজানা চৌধুরী, জিডি এসিস্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ এবং এসিস্ট আমেরিকার প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান জে মুলিগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ