ঢাকার উত্তরায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৫৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ‘উওরা শাখা’র উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আত্হার উদ্দিন, ভাইস চেয়ারম্যান, দি ফারমর্স ব্যাংক লিমিটেড ও ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এ কে এম শামীম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উওরা শাখা প্রধান, জেনারেল সার্ভিসেস ডিভিশন প্রধান জনাব মো. মনিরুল হক।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব