ঢাকার এ্যাপোলো হসপিটালে এ্যাকমি ল্যাবরেটরিস্ লিমিটেড এর সমন্বয়ে বিশ্ব এ্যাজমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সেখানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে পিক ফ্লো মিটার ও স্পাইরোমেট্রি টেস্ট করানো সহ সঠিকভাবে ইনহেলার ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবতীতে এ্যাজমা আক্রান্ত রোগীদের উপস্থিতিতে হাসপাতালের অডিটরিয়ামে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যাপোলো হসপিটালের ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন (কনসালটেন্ট-রেসপিরেটরি) এবং ডাঃ চন্দ্র প্রকাশ ডকওয়াল (কো-অর্ডিনেটর এন্ড সিনিয়র কনসালটেন্ট - রেসপিরেটরি মেডিসিন) অনুষ্ঠানে এ্যাজমা-এর নিয়ন্ত্রণ সর্ম্পকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
এ্যাপোলো হসপিটালের চীফ অপারেটিং অফিসার, ডাঃ রত্নদ্বীপ চাস্কার, ডাঃ প্রসাদ আর. মুগলিকার, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস, ডাঃ আরিফ মাহমুদ, সিনিয়ার জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেসসহ অন্যান্য চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল