রূপালী ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল এর মধ্যে ফরেন রেমিটেন্স ড্রয়িং অ্যারেন্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিলকুশাস্থ রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পৎে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
এ সময় এফএসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ, হাসনে আলম, বিষ্ণু পদ চৌধুরী, মো. কাইসুল হক, বিষ্ণু চন্দ্র সাহা, মো. মাঈন উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা