পবিত্র রমজান মাসে বাসার বাইরে ইফতার করার প্রবণতা জনপ্রিয় উঠেছে। সে জন্য মাস্টারকার্ডধারীদের জন্য ইফতার ও নৈশভোজ খাওয়ার দারুণ এক সুযোগ এনে দিয়েছে। 'একটি কিনলে একটি ফ্রি' অফার চালু করেছে তারা।
মাস্টারকার্ডধারীদের প্রিয় ও পছন্দের জায়গাগুলোতে ইফতারের সময় খাবার কেনা কিংবা খাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট অর্থাৎ প্রযুক্তিভিত্তিক কার্ড দিয়ে কেনাকাটা বাড়ানোর লক্ষ্যে এই অফার চালু করা হয়েছে। অফারটি গোটা রমজান মাস জুড়ে চলবে।
এই অফারের আওতায় মাস্টারকার্ডধারীরা মাস্টারকার্ডের পার্টনার রেস্টুরেন্টগুলোতে একটি ইফতার, নৈশভোজ কিনলে আরেকটি ফ্রি বা বিনামূল্যে পাবেন। মাস্টারকার্ডের বিভিন্ন পার্টনার রেস্টুরেন্টগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।
এসব রেস্তেরাঁর মধ্যে রয়েছে অ্যাসকট ঢাকা, এশিয়া হোটেল অ্যান্ড রিসর্টস, ব্র্যাক সেন্টার ইন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসর্টস, ফারস হোটেল অ্যান্ড রিসর্টস, গোল্ডেন টিউলিপ, গ্রেস টোয়েন্টি ওয়ান, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল (সাওয়াদী), হোটেল ব্লুবেরি, হোটেল ক্যানারি পার্ক, হোটেল অর্চার্ড স্যুইটস, হোটেল স্টার প্যাসিফিক (সিলেট), লেকশোর (বনানী), প্লাটিনাম গ্র্যান্ড, প্লাটিনাম স্যুইটস, সিক্স সিজনস হোটেল, দ্য আর্টিজান (উত্তরা), দ্য ওলিভস, দ্য পেনিনস্যুলা (চট্টগ্রাস) ও ডব্লিউ ফাইন ডাইন।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা