স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে জনপ্রিয় গ্যালাক্সি জে সিরিজের নতুন সংস্করণ স্টাইলিশ স্মার্টফোন গ্যালাক্সি জে৭ ম্যাক্স ও গ্যালাক্সি জে৭ নেক্সট।
গ্রাহক পছন্দের শীর্ষে থাকা জে সিরিজের সবচেয়ে নতুন সংস্করণের এই স্মার্টফোনগুলোতে রয়েছে অসাধারণ সব ফিচার। এর মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ ওয়াইফাই, ডুয়েল ম্যাসেঞ্জার এবং ইনস্ট্যান্ট সুইচিং।
গ্যালাক্সি জে৭ ম্যাক্স এবং গ্যালাক্সি জে৭ নেক্সট স্মার্টফোনের নতুন উদ্ভাবনসমূহ হচ্ছে- অ্যাডাপ্টিভ ওয়াইফাই ও ডুয়েল ম্যাসেঞ্জার এবং ইনস্ট্যান্ট সুইচিং। ডিভাইসগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহকরা তাদের বহুমুখী লাইফ-স্টাইল উপভোগ করার সুযোগ পায়।
বিডি প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/ফারজানা