বর্ষার সময় কাপড় যেমন বেশি ভিজে, তেমনি শুকাতেও সময় লাগে বেশি। তাছাড়া, কাপড় কাচা, ধোয়া এবং শুকানো অনেকের কাছেই বেশ বিরক্তিকর। সময় সাপেক্ষও বটে। ঝামেলাহীন ঝটপট কাপড় ধোয়া ও শুকানোর জন্য চাহিদা বাড়ছে ওয়াশিং মেশিনের। বাজারে আছে নানা মাপের, দামের ও ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। তবে আকর্ষণীয় ডিজাইন ও উন্নতমানের ওয়াশিং মেশিন দিয়ে ক্রেতাদের নজর কেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী দাম, উচ্চমান ও কিস্তি সুবিধায় কেনা যায় বলে বেড়েছে ওয়ালটনের ওয়াশিং মেশিনের বিক্রি।
ওয়ালটন ওয়াশিং মেশিন-এর কিউসি অ্যান্ড টেস্টিং ডিপার্টমেন্টের প্রধান চিরঞ্জিত পাল জানান, বাজারে তিন ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়। এগুলো হলো অটোমেটিক, সেমি অটোমেটিক ও ম্যানুয়াল। বৈশিষ্ট্যের দিক থেকে সব ওয়াশিং মেশিন আবার দুই ধরনের- টপ লোডিং ও ফ্রন্ট লোডিং।
অটোমেটিক মেশিন কাপড় ধোয়ার সময় প্রয়োজন অনুযায়ী পানি নিজেই নিয়ে নেয়। ধোয়া শেষে পানি ঝরিয়ে কাপড় শুকিয়ে দেয়। সেমি অটোমেটিক মেশিনে কাপড় ধোয়ার সময় ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হয়। এই মেশিনও কাপড় ধোয়ার পর পানি ঝরিয়ে শুকিয়ে দেয়।
অটোমেটিক মেশিনে কাপড় ধোয়া সহজ। কাপড় দিয়ে স্টার্ট বাটনটি চাপলেই স্বয়ংক্রিয়ভাবে কাপড়ের পরিমাণ অনুযায়ী পানি নিয়ে ধোয়ার কাজ শুরু করে। কাপড় শুকিয়েও যায়। কাজ শেষ হলে যন্ত্রটি থেমে যায়। অন্যদিকে সেমি অটোমেটিক ও ম্যানুয়াল ওয়াশিং মেশিনে ব্যবহারকারীকে নির্দিষ্ট বাটন চেপে নির্দেশনা দিতে হয়।
ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট ম্যানেজার মাশরুর হাসান জানান, ওয়ালটন বর্তমানে দুই মডেলের অটোমেটিক এবং এক মডেলের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন বাজারজাত করছে। ৮ ও ৬ কেজি ধারণক্ষমতার অটোমেটিক মেশিনের দাম যথাক্রমে ২৬ হাজার এবং ২০ হাজার ৫০০ টাকা। আর সেমি অটোমেটিক মেশিনটির ধারণক্ষমতা সাড়ে ৭ কেজি। দাম সাড়ে ১২ হাজার টাকা। এই তিন মডেলের ওয়াশিং মেশিনই টপ লোডিং। এছাড়াও, খুব শিগগিরই বাজারে আসছে আরো দুই মডেলের অটোমেটিক মেশিন। সব ধরনের ওয়াশিং মেশিন কিস্তিতে কেনা যায়। সহজ শর্তে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি সুবিধা রয়েছে।
উল্লেখ্য, ওয়াশিং মেশিনের বিক্রয়োত্তর সেবায় মটরের জন্য ৫ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। অন্যান্য অংশের জন্য থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। বিক্রয়োত্তর সেবায় ৫ বছর পর্যন্ত হোম সার্ভিস দেয়া হয়, যার প্রথম বছরটি গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে সেবা পান।
বিডিপ্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৭/ ই জাহান