অগ্রণী ব্যাংক লিমিটেডের নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার ব্যবস্থাপক সম্মেলন ও অগ্রণী দুয়ার এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহরের গ্রীণ হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া, জিএম কামরুজ্জামান।
নোয়াখালী অঞ্চলের ডিজিএম রনজিত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক আনোয়ারুল হোসেন, নুরুল আমিন, সাইফ উদ্দিন, হাফিজ উদ্দিন ভূইয়া, মনজুরুল করিম মামুন, নিতাই লাল দেবনাথ, মশিউর রহমান ও নুরুল ইসলাম।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকদের দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে গ্রাহক সেবার মানোয়ন্নন ও ব্যাংকের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা