নতুন বছরে নতুনের প্রেরণার অঙ্গীকার নিয়ে সম্প্রতি লিনেক্স ইলেক্ট্রনিক্সের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় তেজগাঁয়ে আরটিভি স্টুডিওতে।
সম্মেলনে ২০১৮ সালের “বিজনেস রোডম্যাপ” তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির সিএমও আফতাব মাহমুদ খুরশিদ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ১০%-২০% পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দেন।
লিনেক্স ইলেক্ট্রনিক্সের সিওও গোলাম শাহ্রিয়ার কবীর ২০১৭ এর সফল সমাপণীর জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ২০১৮ সালের বিজনেস রোডম্যাপ বিস্তারিত তুলে ধরেন।
তিনি আশা করেন আরও বেশি দৃঢ় প্রতয় নিয়ে সকলে একসাথে “বিজনেস রোডম্যাপ ২০১৮” বাস্তবায়ন করবেন।
বিডিপ্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান