প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গুলশান ক্যাম্পাসে এডমিশন ফেয়ার স্প্রিং ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মতিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এডভাইজার মেজর জে. কাজী আশফাক আহমেদ (অব), স্কুল অব বিজনেসের ডীন অধ্যাপক ড. নুরুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল লাইস এম. এস হক এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত এডমিশন ফেয়ার চলাকালীন সকল ভর্তির উপর ৫০% ভর্তি ফি ওয়েভার প্রদান করা হবে ।
বিডিপ্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান