ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে বিজয়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ ধানমন্ডিস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
গণতান্ত্রিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এস এম বাহালুল মজনুন চুন্নুর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, ড. এ এস এম মাকসুদ কামালসহ একই প্যানেলে অন্যান্য নির্বাচিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান